ঢাকাThursday , 27 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভূঞাপুরে নলকুপের পানিতে চেতনানাশক মিশিয়ে বাড়িতে চুরি

Mahamudul Hasan Babu
March 27, 2025 12:19 pm
Link Copied!

আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি ॥ টাঙ্গাইলের ভূঞাপুরে নলকুপের পানিতে চেতনানাশক ঔষধ মিশিয়ে দুদর্শ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ সাড়ে ৪ লাখ টাকা সাড়ে ১০ ভরি স্বর্ণসহ মূল্যবান সামগ্রী লুট করেছে চোরচক্র। বুধবার (২৬ মার্চ) রাতের কোনো এক সময়ে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী নৌকার মোড় এলাকার মো. লিয়াকত আলী নামে এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর মেয়ে ভুক্তভোগী উম্মে হাবিবা বলেন, গত মঙ্গলবার রাতে সেহরী খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে যাই। বুধবার সকাল থেকেই মা, ভাই ও আমার ঘুম ঘুম ভাব হয়। ইফতারের পর রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়লে আর জাগতে পারিনি। পরে বুধবার সেহরির সময় ঘুম ভাঙলে দেখি ঘরের সবকিছু তছনস। এতে ঘরে থাকা সাড়ে ৪ লাখ নগদ টাকা, সাড়ে ১০ ভরি স্বর্ণসহ অনেক মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। চোরচক্রের কেউ নলকুপের পানিতে নেশাদ্রব্য জাতীয় কিছু মিশিয়ে ছিল। সেই পানি খেয়ে আমি, মা ও ছোট ভাই অসুস্থ হয়ে পড়ি। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ছোট ভাই নাইমুরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।