চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম কর আইনজীবী সমিতি এক তরফা নির্বাচনী কার্যক্রম বাতিলের দাবী জানিয়েছে “সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ”। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানান নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঐতিহ্যবাহী চট্টগ্রাম কর আইনজীবী সমিতি দেশের দ্বিতীয় বৃহত্তম কর আইনজীবীদের সংগঠন। এখানে চট্টগ্রাম কর আইনজীবী সমিতি ১৯৫৮ সালে প্রতিষ্ঠার পর থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্রতি বছর সুষ্ঠু, দল নিরপেক্ষভাবে কার্য নির্বাহী কমিটি গঠন ও পরিচালনা হয়ে আসছিলো। কিন্তু অতীব দুঃখের বিষয় অতীতে দেশের অনেক আইনজীবী সমিতির নির্বাচনে ক্ষমতা এবং শক্তি প্রদর্শনের মাধ্যমে জোর জবরদস্তি মূলক নির্বাচন হলেও চট্টগ্রাম কর আইনজীবী সমিতিতে ইতিপূর্বে এমন ঘটনা কখনো ঘটেনি। সমিতির সকল সদস্য এবং নির্বাচন কেন্দ্রীক প্যানেলগুলোর সক্রিয়তায় চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে কখনো অবৈধ স্বৈরতান্ত্রিক হস্তক্ষেপ পরিলক্ষিত হয়নি। যা সারা দেশে সুনামের সাথে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সদস্যদের কৃতিত্ব। কিন্তু দুঃখজনক হলেও সত্যি ২০২৫ খ্রীঃ চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন গত ৯ মার্চ তফসিল ঘোষনা করে ১৮ মার্চ মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ নির্ধারিত হয়। অন্যান্য বারের মতো এবারও তিনটি প্যানেল নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন ফর্ম গ্রহণ করে জমা দিতে গেলে জামাত বিএনপি সমর্থিত কর আইনজীবী ঐক্য পরিষদ এবং বহিরাগত সন্ত্রাসী এবং দলীয় ক্যাডার দ্বারা মনোনয়ন পত্র জমাদানে বাঁধা প্রদান করে এবং কর আইনজীবীদের শারীরিকভাবে হেনস্থা ও অশ্লীল গালাগালি, হুমকি ধামকি প্রদান করে সমিতির কার্য নির্বাহী কক্ষ এবং সাধারণ আইনজীবীদের কক্ষ দখল করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে যা অনভিপ্রেত এবং সমিতিতে সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। উক্ত কর্মকান্ডে সমিতির বর্তমান কমিটি নির্বাচন কমিশন জামাত বিএনপি সমর্থিত প্যানেল ব্যাতিত বাকি দুই প্যানেলের মনোনয়ন পত্র গ্রহণ না করে সমিতির গনতান্ত্রিক পরিবেশ বিনষ্ঠ করে ২০২৫খ্রীঃ নির্বাচন ভণ্ডুল করে। একইসাথে এই সন্ত্রাসী ভীতিকর পরিস্থিতির কারনে সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ এবং দল নিরপেক্ষ সম্মিলিত পরিষদ মনোনয়ন পত্র দাখিল করতে পারেনি। যা ঐতিহ্যবাহী চট্টগ্রাম কর আইনজীবী সমিতির ইতিহাসে কলঙ্কজনক কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
বিবৃতিতে আরো বলা হয়, উপরোক্ত ঘটনার আলোকে চট্টগ্রাম কর আইনজীবী সমিতিতে নির্বাচনের মাধ্যমে সমিতির গণতান্ত্রিক পরিবেশ এবং নির্বাচিত প্রতিনিধি নির্বাচনের গতি রুদ্ধ হয়েছে। একইসাথে সমিতির সিনিয়র কর আইনজীবীদের শারীরিকভাবে হেনস্থা করায় সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ এবং সমিতির সাধারণ সদস্যগন উক্ত সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ জানাচ্ছি। এই কার্যক্রমের ফলে চট্টগ্রাম কর আইনজীবী সমিতিতে যে সন্ত্রাসী ফ্যাসিবাদী চরিত্র প্রকাশিত হয়েছে যা সমিতির দীর্ঘদিনের ঐতিহ্য এবং গণতান্ত্রিক পরিবেশে বিনষ্ট করেছে।
উপরোক্ত কারনে এই প্রেস রিলিজের মাধ্যমে সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং দ্রুত নির্বাচন কমিশন ভেঙে দিয়ে তাদের নীলনকশার নির্বাচনী কার্যক্রম বাতিল করে নতুন নির্বাচনী তফসিল ঘোষণার আহবান জানাচ্ছে। একই সাথে অতীতের সকল সরকারের আমলে যেভাবে সম্পূর্ণ দল নিরপেক্ষভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচনের মাধ্যমে সমিতির প্রতিনিধিত্ব নির্বাচিত হয়ে আসছিল সে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরন করে দ্রুত নতুন নির্বাচন কমিশন, নতুন নির্বাচনী তফসিল ঘোষণার আহবান জানাচ্ছি এবং যে সকল সদস্য ও বহিরাগত সন্ত্রাসী ১৮ মার্চ বারের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।