ঢাকাThursday , 27 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

Mahamudul Hasan Babu
March 27, 2025 2:25 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মরহুম আবু বক্কর ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু ফয়েজের সভাপতিত্বে এবং মো. ইদ্রিসের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, মঞ্জুরুল আলম মঞ্জু, সাবেক কাউন্সিলর আবুল হাশেম, সাবেক মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, কামরুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, শাহ আলম, শাকিল আহমেদ, শফিকুর রহমান শফি, রফিকুল ইসলাম সরদার, রাসেল পারভেজ সুজন, আবদুল সাত্তর, নাছির উদ্দিন, ইলিয়াস, রিপন, আবুল হোসেনসহ ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়েই থেমে থাকেননি, বরং মুক্তিযুদ্ধের সূচনা থেকে শুরু করে সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করেছেন।
তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার ইতিহাস বিকৃতির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রকৃত ইতিহাস রচনা করবে ইতিহাসবিদরা, রাজনীতিবিদরা নয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল নতুন একটি স্বাধীন দেশ গঠনের জন্য, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে অন্তর্র্বতীকালীন সরকার প্রতিষ্ঠার জন্য। তাই ইতিহাসের এই পার্থক্য আমাদের মনে রাখতে হবে।
মেয়র শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী এবং সামাজিক ন্যায়বিচারে বিশ্বাসী। আমরা চাই, দেশের প্রতিটি মানুষ তার ভোটের অধিকার ফিরে পাক এবং সাম্যের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠুক।
তিনি সমাজের বিত্তবানদের আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রাম একটি বাণিজ্যিক নগরী। এখানে অনেক ধনী ব্যক্তি আছেন। আপনাদের উচিত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।