চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর এলডিপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর এলডিপির আহ্বায়ক আলহাজ্ব সৈয়দ গিয়াসউদ্দিন আলম। মহানগর উলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ শাহ আলম আল কাদেরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কোতোয়ালি থানা এলডিপির সাধারণ সম্পাদক ইকরামুল করিম ইমন, খুলশী থানার সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিএম সাইদুল হক, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করিম মিয়া প্রমূখ।
সভাপতি বলেন, ১৯৭১ সালে পাকিস্তান আর্মি ২৫শে মার্চ কালো রাতে এদের স্বাধীনতা কামী জনগণের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে, শেখ মুজিব তখন পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে কারাগারে নিরাপদ জীবনে চলে যায়, তখন এদেশের মুক্তিকামী জনতার ত্রাণ কর্তা হয়ে তৎকালীন মেজর জিয়াউর রহমান এবং ক্যাপ্টেন অলি আহমদ জীবনের মায়াত্যাগ করে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, যার ফলশ্রুতিতেই বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, দেশ স্বাধীনের পরে বিভিন্ন সরকার দেশ পরিচালনা করলেও সাধারণ মানুষের কাঙ্খিত সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে কার্যক্রম দেখা যায়নি। বিগত ফ্যাসিবাদের আমলে গণতন্ত্র ভোটাধিকার এবং সামাজিক ন্যায় বিচার ও মানবাধিকার ক্ষতিগ্রস্থ হয়েছে, ২৪ এ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতনের পরে নতুন অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার কাজ শুরু করেছে আগামীতে একটা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতদের হাতে দেশ পরিচালিত হবে এবং দেশে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা লাভ করবে, সভায় ৭১ এবং ২৪ এর শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন, পতেঙ্গা থানা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. এ কে নয়ন, চাঁদগাও থানা সভাপতি মো. মোর্শেদ, বন্দর থানা সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, পাহাড়তলী থানা সভাপতি মোহাম্মদ হারুন হায়দার, সাধারণ সম্পাদক মো. রায়হান উদ্দিন,কোতোয়ালি থানা আহবায়ক মোহাম্মদ ইউসুফ, আহবায়ক ও সদস্য সচিব মোহাম্মদ সাদ্দাম, চকবাজার থানা আহ্বায়ক সোলায়মান বাকলিয়া থানা আহবায়ক মো. মোশারফ হোসেন বায়েজিদ থানা সিনিয়র জন্য আহ্বায়ক মোহাম্মদ আসলাম,সদস্য সচিব রাশেদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, বাকলিয়া থানার সদস্য সচিব মো. রুবেল, ইপিজেট থানান আহ্বায়ক মোহাম্মদ নেসার,মোহাম্মদ জলিল প্রমুখ। শেষে মহানগর গণতান্ত্রিক যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিনের পক্ষ থেকে বিভিন্ন থানা সভাপতি ও সাধারণ সম্পাদককে ঈদ উপহার প্রদান করা হয়।