এম এ শাহীন, রংপুর: রংপুরের তারাগঞ্জের প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার মনগড়া করা তালিকার ভিজিএফ’র চাল পেলো রাজনৈতিক দল, সমন্বয়ক ও সাংবাদিক।
অভিযোগ উঠেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ৫টি ইউনিয়নের অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণের জন্য আসা ভিজিএফের বিশেষ সহায়তার কার্ড উপজেলা প্রকল্পবাস্তবায়ন কমকর্তা রাশেদুল ইসলাম নিজেই উদ্যোগ নিয়ে তালিকা প্রস্তুত করে উপজেলার ৫টি ইউনিয়নে বরাদ্ধকৃত কার্ডের থেকে প্রতিটি ইউনিয়ন থেকে ৫শত ভিজিএফ এর কার্ড নিয়ে সম্মনয়ক, বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, এবিপাটি ও তার নিজস্ব কিছু সাংবাদিকদের তালিকা প্রস্তুত করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের চাল বিতরনের নিদের্শ প্রদান করেন।
উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিস সূত্রে জানাগেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিডি কর্মসূচীর আওতায় উপজেলার ৫টি ইউনিয়নে ১৩৬৯৪ টি পরিবারের জন্য ১৩৬.৯৪০ মেট্রিক টন ভিজিএফ খাদ্যশস্য বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে ১ নং আলমপুর ইউনিয়নে উপকারভোগী কার্ডের সংখ্যা ২৪৪৩, ২নং কুর্শা ইউনিয়নে ২৯৪৫, ৩নং ইকরচালি ইউনিয়নে ২৬২৯, ৪নং হাড়িয়াকুঠি ইউনিয়নে ৩২২৫ ও ৫নং সয়ার ইউনিয়নে ২৪৪৯টি। বরাদ্ধকৃত চাল ৫ ইউনিয়নের চেয়ারম্যানেরা গত বুধবার (২৫ মার্চ) ও বৃহস্পতিবার (২৭ মার্চ) বিতরণ করেছেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব গোমাম মেহেদী হাসান শিপু অভিযোগ করে বলেন, উপজেলা পিআইও আমাকে মোবাইল করে প্রতি ইউনিয়নে ১ শত করে ভিজিএফ কমৃসুচীর কার্ড প্রদান করার কথা জানালে আমি জানিয়েছি যে আমরা বিএনপির পক্ষ থেকে কোন চালের কার্ড গ্রহন করবো না। বিএনপির কথা বলে কেউ চালের কার্ড চাইলেও প্রদান করবেন না । উপজেলা জামায়াতের আমীর এস এম আলমগীর হোসেন জানান, ভিজিএফের চাল শুনেছি কর্মীরা পেয়েছেন। কিভাবে তারা পেলো আমি সেই বিষয়ে অবগত নই। তবে উপজেলা ছাত্র সমন্বয়ক আল আমিন জানান, প্রতি ইউনিয়নে আমাাদের সমর্থক রয়েছে তাদের কথা বিবেচনা করেই পিআইও কাছ থেকে প্রতি ইউনিয়নের জন্য ১’শ করে কার্ড চেয়ে নিয়েছে। উপজেলা ইসলামী আন্দোলন (চরমোনাই) সভাপতি হযরত মাওলানা আশরাফ আলী বলেন, বিভিন্ন রাজনৈতিক দলকে ভিজিএফ চালের বরাদ্ধ দেয়ার কথা শুনে পিআইওর অফিসে গেলে তিনি বলেন, আমার হাতে প্রতি ইউনিয়নে ৫’শ কার্ড হাতে ছিলো শেষ সময়ে আসায় প্রতি ইউনিয়নে কয়েকটি করে চালের কার্ড দিয়েছেন।
ইকরচালি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য সাইদুল ইসলাম বলেন, ইকরচালি ইউনিয়নে ২৬২৯টি কার্ডেও পিআইও অফিস থেকে বরাদ্ধ দেয়া হলেও ২১২৯টি চালের কার্ড পেয়েছি। বাকি ৫’শ টি চালের কার্ড পিআইও’র তালিকা অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দল, সমন্বয়ক, সাংবাদিক ও শুধি জনের মধ্যে বিতরন করেছি। একই কথা বলেন হাড়িয়ারকুঠি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রশিদূল ইসলাম ও সয়ার ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট। এসময় হাড়িয়ারকুঠি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা অনিমেশ রায় বলেন, একটি ইউনিয়ন থেকে ৫’শ চালের কার্ড নেই। এই ৫’শ কার্ডের কারনে অনেক নাম কেটে দেয়ায় ইউনিয়নের দরিদ্র মানুষেরা আমাদের ইউনিয়ন পরিষদে এসে ক্ষোভ প্রকাশ করেছেন। ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মনছুর আলী, আব্দুল হামিদ, তাজ উদ্দিন, মজুমদার রহমান, আবেদ আলীসহ অনেকেই জানান, এবারে ওযার্ড প্রতি ৫০ থেকে ৬০টি অসহায় দুস্থ পরিবার ভিজিএফ এর থেকে বঞ্চিত হয়েছেন। ভিজিএফের চাল থেকে বঞ্চিত হাড়িয়ারকুঠি ইউনিয়নের মমিনা, পারভিন, তারাজুল, ফক্কুনী, জোবেদা, সয়ার ইউনিয়নের পারুল, আকলিমা, মোহাসনা, আবেদা, কুর্শা ইউনিয়নের মিনতী মোহন্ত, রুপালি কর্মকারসহ শতাধিক অসহায় ও অতিদরিদ্ররা চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, হামরা গরীব মানুষ সরকারের চাউল পাইছোল না। ঈদোত হামরা খামো কি?। যায় পায়ছোল তায় তিন চার খান কার্ডের চাউল তুলি বাড়িত নিয়া যায়ছোল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে একাধিকবার মোবাইল ফোনে তাকে কল দিলে তিনি তা রিসিভ করেননি। তাই তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানার মতামত নেয়ার জন্য তার মোবাইল নাম্বারে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।