বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক সহযোগীতায় গরীব ও দুঃস্থ্যদের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে পাঁচপীর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মেনাগ্রাম গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
পাঁচপীর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রায় ৭ শতধিক গরীব ও দুঃস্থ্য মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়ন সহ ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানের নির্দেশে ও সার্বিক সহযোগীতায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরীব মানুষের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে তিনি বোদা ও দেবীগঞ্জ বাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা “ঈদ মোবারক” জানান।