চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে ঈদের দিন রাত ৯ টা ২০ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ নাটক “ইজ্জত আলীর প্রেস্টিজ”। নাটকটির নির্দেশনায় রয়েছেন, মহসিন চৌধুরী, প্রযোজনা মো. ইয়াদ আহমেদ। নাটকে অভিনয় করছেন সমিরন চৌধুরী, নাজমা আলী নীপা, দেবাশীষ চৌধুরী, জুয়েনা আফসানা, দেবাশীষ বড়ুয়া সাঝু, তাসনিয়া তাহসিন জেনি, সীমান্ত বড়ুযা, মাসুদ।চিত্র গ্রহনে ছিলেন, মফজল আহমেদ আর রূপসজ্জায় মো.সেলিম। নির্দেশক মহসিন চৌধুরী নাটকটি উপভোগ করতে বিনীত আহবান করেছেন।