মো. তোফাজ্জল হোসেন,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরে দিলারা বেগম (৫৫) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৯ মার্চ) দুপুর ৩ টায় পৌরশহরের মাকড়াই মাদ্রাসা পাড়া এলাকায় নিজ ঘরের শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত দিলারা বেগম ওই এলাকার মৃত আবুল হোসেন স্ত্রী।
থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, দিলারা বেগমের স্বামী ৪ বছর আগে মারা যান। তাদের এক পালিত মেয়ে বিয়ের পর মাকড়াই মাদ্রাসা পাড়ায় এলাকার নিজ বাসায় সে একা বসবাস করতেন। মেয়ে আভা ও জামাই রকি শনিবার বেলা ১১টায় বাসার দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে বিছানায় পাশে রক্তাক্ত অবস্থা তার মরদেহ দেখতে পান। এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন জমায়েত হয়। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে মর্গে পাঠায়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমি ঘটনাস্থল পরিদর্শন করি। দিলারা বেগমের গলায় কাটা অবস্থায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
তিনি আরও বলেন, প্রাথমিক ধারনা করা হচ্ছে এটা হত্যাকাণ্ড। তবে ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।