বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় বীর মুক্তিযোদ্ধা ফজিবর রহমান (৭৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার দুপুর ২টায় তাকে উপজেলার বড়শশী ইউনিয়নের কাজীপাড়া গ্রামের বাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির ও বোদা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা ফজিবর রহমানের পুত্র গোলাম রব্বানী জানান, তার পিতা গত শুক্রবার রাত ২টার সময় পৌর সদরের কলেজপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মুক্তিযোদ্ধার প্রথম নামাজে জানাজা বোদা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।