ঢাকাSaturday , 29 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রক্ষায় চসিক’র পাশে থাকার ঘোষণা জামায়াতের

Mahamudul Hasan Babu
March 29, 2025 1:31 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: জলাবদ্ধতার দুর্ভোগ থেকে নগরবাসীকে রক্ষায় খাল খনন ও পরিচ্ছন্নতা অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পাশে থাকার ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী। শনিবার সকালে নগরীর বাকলিয়ায় বির্জাখাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর আগে পরিদর্শনে গিয়ে একথা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী।
পরিদর্শনের পর উপস্থিত সাংবাদিকদের শাহজাহান চৌধুরী বলেন, জলাবদ্ধতা চট্টগ্রাম মহানগরীর একটি দুঃখ। দীর্ঘদিন ধরে নগরবাসীর জন্য এটা একটি জটিল সমস্যা। বিশেষ করে বর্ষাকালে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে নগরী। সরকারের একার পক্ষে এই কঠিন সমস্যা সমাধান করা কষ্টকর। জামায়াতে ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসেবে এলাকাবাসীকে সাথে নিয়ে খাল খনন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, নগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী।
এছাড়া চসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার আই ইউ এ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, জোন কর্মকর্তা কল্লোল দাশ ও মেয়রের ব্যক্তিগত সহকারী মারুফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।