চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীতে শেষ রাতে প্রাইভেট কারে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত হয়েছেন। রোববার রাত পৌনে তিনটার দিকে নগরীর চকবাজার থানার চন্দনপুরায় বাকলিয়া এক্সেস রোডের মুখে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।নিহতরা হলেন, বখতেয়ার উদ্দিন মানিক ও মো. আবদুল্লাহ। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে।এদের মধ্যে মানিকের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ও আবদুল্লাহ’র বাড়ি হাটহাজারী উপজেলায়। মানিক প্রাইভেট কারটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।আহতরা হলেন, রবিন ও হৃদয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইজিবাইক চালক মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, বাকলিয়ার রাজাখালী ব্রিজের দিক থেকে এক্সেস রোড অভিমুখী প্রাইভেট কারটিকে ধাওয়া করতে থাকে ৪-৫ টি মোটর সাইকেলে থাকা সন্ত্রাসীরা। প্রতিটি মোটর সাইকেলে দুজন করে ছিল। তারা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে অনবরত গুলি ছুঁড়তে ছুঁড়তে কারটিকে ধাওয়া দেয়। এসময় কারের আরোহীদের বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শোনা গেছে।
নগরীর চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবীর জানিয়েছেন, রাজাখালী এলাকা থেকে প্রাইভেট কার লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে ধাওয়া করা হয়। কারটি বাকলিয়া এক্সেস রোড দিয়ে ঢোকে। মোটর সাইকেল থেকে অনবরত ছোঁড়া গুলির মুখে একপর্যায়ে এক্সেস রোডের অপরপ্রান্ত চন্দনপুরায় এসে কারটি থেমে যায়।তখন গুলিতে কারের আরোহীদের মধ্যে দুজন নিহত ও দুজন আহত হন বলে ওসি জানান।
ঘটনাস্থলে দেখা গেছে, চট্টমেট্টো-গ ১২-৯০৬৮ নম্বরের সিলভার রঙের প্রাইভেট কারটি সড়কের একপাশে রাখা আছে। কারের পেছনের অংশে গুলির দাগ। এছাড়া চালকের আসনে রক্তের দাগ দেখা গেছে।
পুলিশসহ একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা থেকে গ্রেফতার হওয়া সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তার প্রতিপক্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটেছে।
সাজ্জাদকে পুলিশের কাছে ধরিয়ে দেয়া বাবলার এক অনুসারীকে হত্যার উদ্দেশ্যে ওই প্রাইভেট কারে হামলার বিষয়টি শোনা গেলেও ওসি জাহেদুল কবীর তদন্তের আগে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।ঘটনাস্থলে এসে সিআইডির ক্রাইম সীন ইউনিট আলামত সংগ্রহ করেছে।নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে ওসি জানিয়েছেন।