বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও ঈদের দিনে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আজ ৩১ মার্চ ঈদের দিনে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে বোদা এশিয়ান হাইওয়ে ও পঞ্চগড় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি, হেলমেট ও লাইসেন্স বিহীন মোটর সাইকেল আরোহী এবং প্রাইভেট কার ও বাসে তল্লাসি কার্যক্রম পরিচালনা করে।
বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাহিদ ও ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও বোদা থানা পুলিশের সাব ইন্সপেক্টর তপর কুমার সহ পুলিশের একটি দল চেকপোষ্টে তল্লাসী ও সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে লেফটেন্যান্ট জাহিদ বলেন, ঈদ উল ফিতর উপলক্ষে বোদায় সাধারণ জনগনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সদস্যরা ঈদের দিনেও নিরলসভাবে ও পুলিশ বাহিনী যৌথভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ‘যৌথ বাহিনীর চেকপোস্ট পরিচালনার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি সহ মানুষ যেন নিশ্চিন্তে ও নিরাপদে চলাফেরা করতে পারে এবং দুষ্কৃতকারীদের তৎপরতা সীমিত রাখা যায়, সে জন্য আমরা এই যৌথ কার্যক্রম পরিচালনা করছি।’
এ সময় চেকপোষ্টের মাধ্যমে, লাইসেন্স ও হেলমেট বিহীন মোটর সাইকেল ও মাইক্রোবাসে একাধিক আরোহী থাকায় তাদেরকে সর্তক করা হয়। বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসে তল্লাসী সহ সন্দেহভাজন ব্যািক্তদের তল্লাসী করা হয়।