ঢাকাWednesday , 2 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

Mahamudul Hasan Babu
April 2, 2025 11:51 am
Link Copied!

মো: তোফাজ্জল হোসেন,  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে গলায় ফাঁস দেওয়া অবস্থায় গোলাপি খাতুন (৩৩) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মোহাম্মদ আলী মেহেরের স্ত্রী। ছেলে আরিফ জানায়, প্রতিদিনের ন্যায় তার মা ঘুম থেকে উঠে বাড়ি ঘর উঠান ঝাড়ু দেয়। সকাল ৬টায় দেখতে পান তাদের চালাঘরে বাশেঁর তীরের সঙ্গে গলায় রশি লাগানো অবস্থায় ঝুলছেন তার মা। মাকে ফাঁসিতে ঝুলতে দেখে তার ডাক-চিৎকারে বাবা সহ আশপাশের লোকজন জমায়েত হয়। পরে স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় পুলিশে খবর দেওয়া হয়। পরিবারের দাবি গোলাপি ৬ মাস আগে থেকে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে সুরতহাল রিপোর্ট ও আলামত সংগ্রহ করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না এটি আত্মহত্যা নাকি হত্যা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।