জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডিমচর গ্রামের বাসিন্দা মফিজ সরদারের ছেলে ইউনুস সরদারের (৫০) হাত কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে ইউনুস সরদারের ঘরে প্রবেশ করে। এ সময় বাড়ি ঘর লুটপাট করে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ইউনুসকে গুরুতর জখম করে। একপর্যায়ে তার হাত বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় বাধা দিতে এলে ইউনুসের স্ত্রীকেও পিটিয়ে জখম করে। স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে ইউনুসকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে।
কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, কারা কেন হামলা চালিয়ে সেই বিষয়টি এখনও নিশ্চিত হওয়া নি। তবে হামলাকারিদের পরিচয় নিশ্চিত হতে পুলিশ কাজ শুরু করেছে। কি কারনে হামলা হয়েছে তদন্তের পরে বলা যাবে।
                                                         
                                                     
                                                
                                                
                        
                        
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
  
                                     
                                 
                                 
                                 
                                