আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ৩ নং কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুর্নীতিবাজ আলম হুসাইন ও ৫ নং ওয়ার্ডেও ইউপি সদস্য আলিউল আজিম শাহিনের বিরুদ্ধে চাল তেলসহ সরকারি নানা সুবিধা পাইয়ে দেয়ার কথা বলে এবং নানা বরাদ্দ থেকে মালামাল দিতে কার্ড করে দেয়ার আশ্বাস দেখিয়ে আড়াই হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় নতুন ব্রজপুর গ্রামবাসী বামন্দী কাজীপুর সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করে এবং চাঁদাবাজ চেয়ারম্যান আলম হুসাইন ও মেম্বর শাহীনের শাস্তির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবস্থান করায় সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ করে দেয়। গ্রাম বাসী অভিযোগ করে বলেন,চেয়ারম্যান আলম হুসাইনের যোগসাজশে শাহিন মেম্বর নতৃন ব্রজপুর গ্রামের অসহায় হত দরিদ্র প্রায় ৩০ -৩৫ জনের নিকট থেকে চাল তেল সহ নানা সুবিধা ও কার্ড করে দেয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার ফাঁদ পেতে ২৫ শত টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। সুবিধা তো দুরে থাক ঈদুল ফিতরে জনপ্রতি যে ১০ কেজি করে চাল দেয়ার কথা সেটিও দেয়া হয়নি। যার কারনে গ্রামবাসী সকলে রাস্তায় নামতে বাধ্য হয়েছে।মানববন্ধনে দুর্নীতিবাজ চেয়ারম্যান ও মেম্বরের শাস্তির দাবি জানিয়েছে তারা।
গাংনীতে জামায়াতের বহিস্কৃত নেতা ইউপি চেয়ারম্যান আলম হুসাইন দলের নাম ভাঙ্গিয়ে বহাল তবিয়তে রয়েছেন। দলীয় খোলস পাল্টিয়ে আওয়ামীলীগ রাজনীতিতে যুক্ত হয়ে গাংনী পৌরসভার চৌগাছা গ্রামে আলীসান রাজকীয় বাড়ি, ২ টি গাড়ি বানিয়ে সান সৈকতে জীবন যাপন করছেন।
পরিচয়টা আরও একটু পরিস্কার করা দরকার। উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের ছেলে জামায়াতের পরিচয়ে তিনি উপজেলার কাজীপুর ইউনিয়নের ২য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিগত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের সময় তিনি তৎকালীন রাজনৈতিক সুবিধা নিতে আদালতে এ্যাফিডেভিট করে এবং মুচলেখা দিয়ে জামায়াত ইসলামীর পদ পদবী ছেড়ে আওয়ামীলীগের কর্মকান্ডে যোগ দেন। এসময় আওয়ামীলীগের নেতাদের ছত্রছায়ায় আস্থাভাজন হয়ে মোটা অংকের উৎকোচ দিয়ে উপজেলার করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন। এসব নানা অভিযোগের কারনে এবং জামায়াতে ইসলামীর দলীয় সিদ্ধান্তে দলীয় শৃ্খংলা ভঙ্গের অপরাধে গাংনী উপজেলা আমীর ডা. রবিউল ইসলামের স্বাক্ষরে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এরপরও বর্তমানে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে মুহঃ আলম হুসাইন আবারও খোলস পাল্টিয়ে জামায়াতের সভা সমিতিতে যোগদান শুরু করেছেন। ্
এ নিয়ে জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাহলে কি জামায়াতে ইসলামীর দলীয় গঠনতন্ত্র দুর্বল হয়ে গেছে। তিনি দলীয় নাম ভাঙ্গিয়ে থানা সহ বিভিন্ন জায়গায় দলীয় ফায়দা ও সুযোগ সুবিধা আদায় করছেন। এমনও শোনা যাচ্ছে, তিনি জামায়াতে ইসলামীর দলীয় ভাবমূর্তি নিয়ে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান পরিষদের চেয়ার এবং দায়িত্ব ছেড়ে দিলেও আলম হুসাইন বহাল তবিয়তে কাজীপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আরও জানা গেছে তিনি ইউনিয়ন পরিষদকে নিজের বাড়ি বানিয়ে কাজ করছেন। কাজীপুর ্ইউনিয়ন পরিষদ নওদাপাড়া গ্রামে হলেও তিনি তার নিজ গ্রাম হাড়াভাঙ্গা বাজারে ইউপির অফিস খুলে কার্যক্রম পরিচালনা করছেন। ইউনিয়নে সচিব বসলেও চেয়ারম্যান তার গ্রামে চেম্বার খুলে নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, জন্মমৃত্যু সনদে স্বাক্ষর করছেন। ফলে জনগনের ভোগান্তি চরমে পৌছেছে। টাকা ছাড়া মেলে না কোন কার্ড।
এলাকাবাসীর অভিযোগ, আলম হুসাইনের নামে পরিষদের কর্মসৃজন কর্মসূচির অর্থসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত, সরকারী রাজস্ব খাতের ১% এর টাকা এবং ইুউনিয়ন পরিষদ মইেন্টেন্যান্স এর সমুদয় অর্থ আত্মসাত করার অভিযোগ রয়েছে। এছাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ওয়ার্ডে সার ও কীটনাশক ডিলার নিয়োগের ক্ষেত্রে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার একাধিক অভিযোগ পাওয়া গেছে। তিনি কখনও মাইক্রো ও কখনও প্রাইভেট কার যোগে পরিষদে যাতায়াত করে থাকেন। সেক্ষেত্রে সবার প্রশ্ন! এই টাকার উৎস কোথায় ।
এব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী , গাংনী উপজেলার শীর্ষ নেতাদের সাথে সাথে আলাপকালে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নানা দুর্নীতির কারনে সংগঠনের নিয়মানুযায়ী মুহঃ আলম হুসাইনকে দল ও দলের পদ পদবী থেকে বহিস্কার করা হয়েছে। ( চলবে)