ঢাকাFriday , 4 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে নাশকতা করার পরিকল্পনাকারী গ্রাম পুলিশ কামাল সরদার গ্রেফতার

Mahamudul Hasan Babu
April 4, 2025 2:01 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের এক গ্রাম পুলিশকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামী জেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের কেরামত সরদারের ছেলে কামাল সরদার। সে এই ইউনিয়নে গ্রাম পুলিশ হিসাবে কর্মরত আছেন। বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে কামাল সারদারকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পনাকারীদের ধরতে চাপাতলীতে অভিযান চালায় ডিবি পুলিশ। সেসময় নিজ বাড়ি থেকে কামাল সরদারকে (৪০) গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষ করে তাকে পুলিশবাদী এমন একটি মারামারির মামলায় গ্রেফতার দেখিয়ে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে কামাল সরদারকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় এলাকায় নানান অপকর্ম করে আসছিল অভিযুক্ত কামাল। তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ বিভাগসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দেয় বেশ কয়েকজন ভুক্তভোগী। কয়েকবার তাকে সতর্ক করা হলেও কোন প্রতিকার মিলছিল না।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান জানান, গ্রেফতারকৃত কামাল সরদারের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অন্তত একডজন মামলা রয়েছে। তবে পুলিশ বাদী একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাতে প্রেরণ করা হয়েছে।