ঢাকাSaturday , 5 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ক্লাব ৯২ এর উদ্বোধন হয়েছে 

Mahamudul Hasan Babu
April 5, 2025 11:15 am
Link Copied!

বাদশা আলম শেরপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শেরপুরে ক্লাব ৯২ এর শুভ উদ্বোধন ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। গত ৪ এপ্রিল ( শুক্রবার) রাত আটটায় পৌর শহরের ডিজে হাইস্কুল মাঠ সংলগ্ন ক্লাব হাউজে উক্ত  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানাযায়, উপজেলার বিভিন্ন স্কুল থেকে ১৯৯২ সালে এসএসসি পাস করা বর্তমানে বিভিন্ন শ্রেণীপেশায় কর্মরত অসংখ্য বন্ধু/ বান্ধবীদের নিয়ে গঠিত এ সংগঠনের মাধ্যমে সারা বছরই বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ড পরিচালনা করে থাকে। পাশাপাশি নিজেদের শরীর মন প্রফুল্য রাখার নিমিত্তে নানাবিধ চিত্ত বিনোদন, বন্ধুদের ছোটখাটো দু একটা অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে ক্লাব ৯২ প্রতিষ্ঠা করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বন্ধুদের স্মরণে এবং তাদের রূহের মাখফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তারপর ফিতা কেটে ক্লাব হাউজের শুভ উদ্বোধন করেন ৯২ বন্ধু ডাক্তার আমিরুল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন স্কুল থেকে ১৯৯২ সালে পাশ করা প্রায় একশো বন্ধু উপস্থিত ছিলেন। পরে এক অনাড়ম্বর নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।