আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এম এ খালেক কে আবারও গ্রেফতার করা হয়েছে। গাংনী থানা পুলিশ তাকে নাশকতা সৃষ্টির অভিযোগ এনে গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে গাংনী উপজেলা শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, এম এ খালেকের বিরুদ্ধে গোপনে তার নেতা কর্মীদেও নিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগ পাওয়া গেছে। এ কারনে তাকে গ্রেফতার কওে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার প্রধান আসামী হিসেবে গত ২৪ অক্টোবর তাকে আটক করা হয়েছিল । জামিনে মুক্তি পেয়ে তিনি নিজ বাসায় আত্মগোপন করে ছিলেন।
এ ব্যাপারে গাংনী থানার ওসি বাসী ইসরাইল জানান, তার বিরুদ্ধে নাশকতা করার অভিযোগ রয়েছে। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।