ঢাকাSaturday , 5 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ঈদ পুনর্মিলনী

Mahamudul Hasan Babu
April 5, 2025 4:54 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৫ এপ্রিল) বিকেলে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইউনুস আলী খাঁন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন। উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ খাদেমুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলার শুরা সদস্য মাওলানা মোঃ ওয়ালি উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগরের সাবেক সভাপতি মোঃ বদরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, জামায়াতে ইসলামী মির্জাপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মাইনুল হক, তোড়িয়া ইউনিয়ন সভাপতি মাওঃ মোঃ জাকের হোসেন, রাধানগর ইউনিয়ন সভাপতি মোঃ গোলাম মুর্শেদ, ধামোর ইউনিয়ন সভাপতি মাওঃ মোঃ হামিদুল হক প্রমুখ। আলোচনা সভার শুরুতে অর্থসহ কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আটোয়ারী উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ তৈয়ব হোসেন(তুহিন)। ইসলামী সংগীত পরিবেশন করেন মোঃ জুবায়ের আল মাসুম। প্রধান অতিথি তার বক্তব্যকালে ইসলামী রাষ্ট্র কায়েম, নেতৃবৃন্দের দায়িত্ব ও বিগত সরকারের আমলে দুর্নীতি,অনিয়ম ও স্বজনপ্রীতিসহ বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা শেষে দেশ,জাতি ও ফিলিস্তিন মুসলমানদের উদ্দেশ্যে শান্তি কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হয়।