চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীতে জোড়া খুনের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।একই ঘটনায় গ্রেফতার সাজ্জাদের অন্য দুই সহযোগীর চারদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। এরা হলেন- মো. বেলাল ও মানিক।
অন্যদিকে নগরীর চান্দগাঁওতে তাহসিন হত্যা মামলায় ছোট সাজ্জাদের ফের পাঁচদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আরেকটি আদালত।রোববার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এবং ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ পৃথকভাবে এসব আদেশ দেন।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, বাকলিয়ায় প্রাইভেটকারকে ধাওয়া করে খুনের মামলায় গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে চারদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। একই মামলায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেফতার দেখানোর আবেদনও মঞ্জুর করেছেন আদালত। তিনি জানান, একইদিন ছোট সাজ্জাদকে চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, গত ২৯ মার্চ গভীর রাতে নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকা থেকে একাধিক মোটর সাইকেলে থাকা সন্ত্রাসীরা একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। প্রাইভেট কারটি বাকলিয়া এক্সেস রোড দিয়ে প্রবেশ করে নগরীর চকবাজার থানার চন্দনপুরায় পৌঁছানোর পর থেমে যায়। তখন বেপরোয়াভাবে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এতে দুজন নিহত ও দুজন আহত হন।
ছোট সাজ্জাদের প্রতিদ্বন্দ্বী সরোয়ার হোসেন বাবলা সাজ্জাদকে পুলিশের কাছে ধরিয়ে দেন বলে তার সন্দেহ ছিল। এজন্য সরোয়ারকে টার্গেট করে ছোট সাজ্জাদের অনুসারী সন্ত্রাসীরা কারে গুলিবর্ষণ করে। সেদিন ওই প্রাইভেটকারে চালকের পাশে সরোয়ার থাকলেও তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। এ ঘটনায় ৩ এপ্রিল অভিযান চালিয়ে মো. বেলাল ও মানিককে গ্রেফতার করেছিল পুলিশ।
জানা যায়, ছোট সাজ্জাদ ও সরোয়ার হোসেন বাবলার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্যের বিরোধ চলছে। সেই বিরোধে এর আগেও হত্যাকাণ্ড ঘটেছে। গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ। এরপর সরোয়ার ও সাজ্জাদের বিরোধ নতুন মাত্রা পায়।
এদিকে জোড়া খুনের ঘটনায় নিহত বখতেয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে গত ১ এপ্রিল নগরীর বাকলিয়া থানায় মামলা দায়ের করেছিলেন। এতে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাসহ ৭ জনকে আসামি করা হয়।
ফের কর্মচঞ্চল বন্দরনগরী চট্টগ্রাম
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটির পর কর্মমুখর হয়ে উঠতে শুরু করেছে বন্দরনগরী চট্টগ্রাম। তবে কর্মচঞ্চল হয়ে পুরোপুরি স্বাভাবিক ধারায় ফিরতে আরও দিন দুয়েক সময় লাগতে পারে। রোববার প্রথম কর্ম দিবসে সরকারি-বেসরকারি অফিস, আদালতে কর্মকর্তা-কর্মচারীদের অধিকাংশই যোগ দিয়েছেন, সেবাপ্রার্থীদের আনাগোণাও শুরু হয়েছে। তবে সড়কে এখনো যানবাহন কম চোখে পড়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন, ওয়াসা, সিডিএ, বন্দর ভবন, রেলওয়ে পূর্বাঞ্চল, আদালতসহ সব সরকারি অফিসেই সকাল থেকে কর্মব্যস্ততা দেখা গেছে। শুরুতে সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় সেরেছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, ঈদের ছুটির পর প্রথমদিনে আমাদের অধিকাংশ সহকর্মী কাজে যোগ দিয়েছেন। ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছে। আমাদের মেয়র মহোদয় এখন চট্টগ্রামের বাইরে আছেন। দাফতরিক কাজের বাইরে মাঠে সিটি করপোরেশনের যেসব কাজ আছে, সেগুলো যথারীতি চলছে।
শিল্প পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিইপিজেড, কেইপিজেডসহ নগরীতে পোশাকসহ শিল্প কারখানাগুলোর প্রায় ৯০ ভাগ চালু হয়েছে। অধিকাংশ শ্রমিক-কর্মচারী কাজে যোগ দিয়েছেন। কিছু কিছু কারখানা শনিবার খুলে দেওয়া হয়।
নগরীর কাজির দেউড়ি থেকে আগ্রাবাদ পর্যন্ত এলাকায় যানবাহনের চাপ কম দেখা গেছে। দুপুর পর্যন্ত সড়ক অনেকটাই ফাঁকা ছিল। গণপরিহন কম দেখা গেছে, ব্যক্তিগত যানবাহনেরও তেমন চাপ নেই।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অফিস-আদালত খুললেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নগরীতে আগের চিরচেনা যানবাহনের চাপ কিংবা কর্মব্যস্ততা কম পরিলক্ষিত হচ্ছে। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীরা যোগ দিলেও অনেকের পরিবার-পরিজন এখনো ফেরেনি। এছাড়া মার্কেট-শপিংমল, দোকানপাট পুরোপুরি না খোলায় বন্দরনগরীতে এখনো চাপ কম দেখা যাচ্ছে।