আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুর স্টেডিয়ামে বানিজ্য মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে ক্রীড়া প্রেমিকদের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময় সেখানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মারুফ আহমেদ বিজন, সাবেক ফুটবলার এমদাদুল হক, আব্দুস সাত্তার মুক্তা, ক্রিকেটার মাহমুদুল হাসান, আশহাদুর রহমান, আসাদুর রহমান লিটন, আমিরুল ইসলাম অলড্রাম, আলী হোসেন, কিরন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা মেহেরপুর জেলা স্টেডিয়ামে বাণিজ্যমেলা বন্ধের দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিন মেহেরপুরে খেলাধুলা বন্ধ রয়েছে। মেহেরপুর শহরে খেলার জায়গা নেয়। স্টেডিয়ামে মেলা হলে খেলোয়াড়রা খেলার জায়গা পাবে না। খেলার মাঠ বাদে অন্য কোথাও মেলা স্থানান্তর করার দাবি জানান তারা। পরে জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।