এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ; সারা বিশ্বের ন্যায় দিনাজপুরের বিরলেও হরতাল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ইসরায়েলী ইয়াহুদী হায়েনাদের বর্বোরচিত হামলায় ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের গণহত্যা এবং অন্যায়ভাবে গাজাকে মুছে ফেলার অপচেষ্টার প্রতিবাদে এ হরতাল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো শ্লোগানে শ্লোগানে সোমবার সকালে উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ বিরল পৌর শহরের বকুলতলা মোড়ে জড়ো হয়।
পরে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পূণরায় বকুলতলা মোড়ে ফিরে এসে ইসরায়েলী কুখ্যাত ইয়াহুদী নেতা নিয়াহু এর প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ও কুশপত্তালিকা দাহ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র প্রতিনিধি হারুনুর রশীদ, রেজওয়ান পারভেজ, আলী আহসান মোঃ মুজাহিদ, মন্টু, বাংলাদেশ খেলাফত মজলিস এর দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা জোবায়ের সাঈদ, বাংলাদেশ খেলাফত মজলিস বিরল উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার সেক্রেটারী আজমীর হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজমুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরল উপজেলা শাখার সেক্রেটারী জেনারেল মোঃ গোলাম মোস্তফা (হীরা), বিরল কেন্দ্রীয় কইদিঘী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আব্দুস সালাম ও পুরিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন প্রমূখ।