মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বোরোচিত গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ হয়। মিছিলটি আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর হত বের হয়ে ফকিরগঞ্জ বাজার সহ গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রেসক্লাবের সামনে পাকা সড়কের উপর সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন,শ্রাবন, প্লাবন, রাব্বু, জাহেদ. আবু হাসান, মাহিন, রাহাত, বাঁধন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, গাজা গণহত্যা চলমান থাকলেও বিশ^ বিবেক আজ নিশ্চুপ। ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের বেসামরিক মানুষ, বিশেষ করে শিশু ও নারীদের হত্যা করছে। ইসরায়েলি হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি নিজেদের ঘর থেকে বাস্তচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলের আগ্রাসন বন্ধে স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ করা জরুরী। গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু করা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ ১৫ হাজার ৩৩৮ জন আহত হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে গাজায় প্রায় ৬৯ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ক্ষুদ্ধ এবং ব্যথিত। তারা চান দ্রæত যেন বিশ^বাসী এ গণহত্যা বন্ধ করে। বক্তারা বলেন, শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও গণহত্যা চালিয়ে বিশে^র সাড়ে সাতশ কোটি মানুষের কলিজায় আঘাত করেছে ইসরায়েল। এই হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি বরং যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘন করেছে। আধিপত্য বিস্তারকারীদের পৃষ্ঠপোষকতা না দিতে বক্তারা এসময় মুসলিম শাসকদের প্রতি আহবান জানান। বক্তারা এসময় গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং এই গণহত্যা বন্ধে বিশে^র মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হয়ে পদক্ষেপ নেওয়ার আহŸান জানান। অপরদিকে উপজেলার মডেল মসজিদ, বাজার মসজিদসহ বিভিন্ন মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও মুসল্লিরা বাদ যোহর বিক্ষোভ মিছিল শেষে ফকিরগঞ্জ বাজারের ট্রাফিক মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
  
                                     
                                 
                                 
                                 
                                