ঢাকাMonday , 30 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনী উপজেলা আইন শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
September 30, 2024 11:20 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনী উপজেলা চোরাচালান প্রতিরোধ ও আইন শৃংখলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আজ সোমবার সকাল ১১ টার সময় অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা চোরাচালান ও আইন শৃংখলা কমিটির সভায় বক্তব্য রাখেন, গাংনী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী, গাংনী পৌরসভার সচিব প্রকৌশলী শামীম রেজা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, জেলা মাদক নিয়ন্ত্রক অধিদপ্তরের পরিদর্শক আবুল কাশেম প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলার বিভিন্ন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসিমা খাতুন,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাছির উদ্দীন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম সহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।
কর্মকর্তারা জানান,আইন শৃংখলা রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ সকল পর্যায়ের ব্যক্তিবর্গের সহযোগিতা ছাড়া আইন শৃঙখলা পরিস্থিতি ভাল রাখা কঠিন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আইন শৃ্খংলা পরিস্থিতি অনেকটা ভাল ।