আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে মহান আল্লাহতালাকে কটুক্তি করাই হাফিজুল নামের একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার বেলা এগারোটার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। হাফিজুল মেহেরপুরের গাংনী উপজেলার সহোগলপুর গ্রামের বাবলুর ছেলে।
জানাগেছে, মেহেরপুর প্রেসক্লাবের সামনে জেলা তৌহিদী জনতার উদ্যোগে ইসলাম, মুসলিম, ঈমান ও ফিলিস্তিনি নিযে কটুক্তি করার প্রতিবাদে নাস্তিক চঞ্চলের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালীন সময় হাফিজুল মহান আল্লাহতালার নামে কটুক্তি করে। এসময় মানববন্ধনে থাকা জনগণ তাকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে।
মেহেরপুর জেলা তৌহিদী জনতার উদ্যোগে মেহেরপুর প্রেসক্লাবের সামনে ইসলাম, মুসলিম, ঈমান ও ফিলিস্তিনি নিযে কটুক্তি করার প্রতিবাদে নাস্তিক চঞ্চলের দৃষ্টান্ত মুলক শাস্তি (ফাঁসির) দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালের দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মেহেরপুর জেলা খেলাফত মজলিশের সভাপতি মুফতি হুসাইন আহমাদের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা খেলাফত মজলিশের সেক্রেটারী মুফতি মিনারুল ইসলাম, মেহেরপুর জেলা খেলাফত মজলিশের সাংগঠনিক সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, কুতুবপুর ইউনিয়নের শোলমারি ২ নং ওয়ার্ডের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, জেলা নাগরিক কমিটির সদস্য হাসনাত।