ঢাকাWednesday , 9 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আব্দুল্লাহ আল নোমান বাংলাদেশের রাজনৈতিক শিক্ষক ছিলেন: মাসুম

Mahamudul Hasan Babu
April 9, 2025 2:50 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন আব্দুল্লাহ আল নোমান বাংলাদেশের রাজনীতির একজন প্রাণ পুরুষ। তার হাত ধরেই অনেক রাজনৈতিক নেতাকর্মীর সৃষ্টি হয়েছে। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর চট্টলার কৃতি সন্তান, বাংলাদেশের প্রগতিশীল নেতাদের নেতা। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আব্দুল্লাহ আল নোমান জাতীয় সংসদে তিন বার সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন। বিএনপির জন্ম লগ্ন থেকে জাতীয়তাবাদী দলকে চট্টগ্রামে শক্তিশালী করার জন্য নিজেকে সাংগঠনিক পর্যায়ে উঁচু মাত্রায় পৌছিয়ে দেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অসমান্য ভূমিকা পালন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত এ নেতা। রাজনৈতিক যাত্রা শুরু সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমানের হাত ধরে। পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতির পাশাপাশি বাংলাদেশের সামাজিক, শিক্ষা, ক্রীড়া ও স্বাস্থ্য প্রতিষ্ঠান কেন্দ্রিক অসামান্য অবদান রেখেছেন। তার অনুপস্থিতি বাংলাদেশ একজন একাত্তরের রণাঙ্গণের মুক্তিযোদ্ধা স্বনামধন্য পরিবারের সন্তান এবং দেশপ্রেমিক একজন নেতার অভাব পরিলক্ষিত হচ্ছে। তার সামগ্রিক কর্মকাণ্ড ছিল দেশের স্বার্থে এবং আঞ্চলিক প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায়। আব্দুল্লাহ আল নোমান বাংলাদেশের রাজনীতিবিদদের রাজনৈতিক শিক্ষক ছিলেন বলে তিনি উল্লেখ করেন। তিনি সম্প্রতি উত্তর হাটহাজারী প্রবীন বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে মির্জাপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। প্রবীন বিএনপি নেতা মুহাম্মদ আবুল হাশেম মাস্টারের সভাপতিত্বে ও প্রবীন বিএনপি নেতা ওবাইদুল আকবরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন বিএনপি নেতা মোঃ সুলতানুল আলম চৌধুরী, মুহাম্মদ জাহাঙ্গীর মেম্বার, মওলানা মুহাম্মদ নাসির আহমদ, হাজী মুহাম্মদ আবুল বশর, মুহাম্মদ নুরুল ইসলাম বাচা, সাবেক সেনা কর্মকর্তা মোঃ ছদরুল আলম, প্রবীন বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন, মুহাম্মদ শামসুল আলম, মুহাম্মদ জামাল উদ্দিন, মোঃ শাহ্ আলম, মোঃ আলী আজম মেম্বার, যুবদল নেতা মোঃ জাহেদ, মোঃ মোর্শেদুল আলম, মোঃ আমির হোসেন, মুহাম্মদ আব্দুল মালেক প্রমুখ। স্মরণ সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সহ হাটহাজারীর প্রয়াত বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করা হয়।