ঢাকাThursday , 10 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৬

Mahamudul Hasan Babu
April 10, 2025 1:49 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় ৪টি কেন্দ্রে ২৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় এসএসসি’র বাংলা ১ম পত্র, দাখিল কুরআন মাজিদ ও তাজবিদ এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল বাংলা ২ বিষয়ের পরীক্ষা শুরু হয়। কেন্দ্র সচিবদের তথ্যমতে এবার আটোয়ারীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯৪৩ জন। এসএসসি ও সমমান পরীক্ষা হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাসে, পূর্ণ নম্বর ও সময়ে। দুপুর ১টা পযর্ঃন্ত চলবে এ পরীক্ষা। আবহাওয়া প্রতিকুল অবস্থার মধ্যদিয়ে সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের প্রস্তুতি লক্ষ্য করা গেছে। সিট প্ল্যান দেখে নিজ নিজ আসনে বসে যায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে আসেন অভিভাবকরাও। কেন্দ্রগুলোর বাহিরে অভিভাবকদের ভিড় দেখা গেছে। জানাগেছে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। আর ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে। ১৩ মে পর্যন্ত দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে। আর ১৪ থেকে ১৮ মে’র মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে। এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা ১৩ মে শেষ হবে। ১৩ থেকে ২২ মে এসএসসি ও দাখিল ভোকেশনালের ব্যবহারিক পরীক্ষা চলবে। আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব শরমিন পারভীন জানান, সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে তার কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৮৪। এরমধ্যে ৮জন পরীক্ষার্থী অনুপস্থিত। ওই কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনালের ৪০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। ওই কেন্দ্রে ট্যাগ অফিসার ছিলেন আইসিটি প্রোগ্রামার এ. এম. আরিফুল ইসলাম। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোঃ আব্দুল কুদ্দুশ জানান, তার কেন্দ্রে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৫৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন অনুপস্থিত এবং ওই কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩জন অনুপস্থিত রয়েছে। এ কেন্দ্রে ট্যাগ অফিসার ছিলেন একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা। মির্জাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব পরিমল চন্দ্র চট্ট্রোপাধ্যায় জানান, তার কেন্দ্রে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২০০ পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় ৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ কেন্দ্রে ট্যাগ অফিসার ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে মির্জাপুর মাওলানা আজিমউদ্দীন আলিম মাদরাসা দাখিল পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মাওঃ মোঃ আব্দুল মান্নান জানান, তার কেন্দ্রে ৩৩১ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম পরীক্ষায় ৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ কেন্দ্রে ট্যাগ অফিসার ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। উপজেলার সহকারী কমিশনার (ভূমি)(অ.দা.) এস.এম ফুয়াদ পরীক্ষা চলাকালীন প্রতিটি পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন। পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এস.এম ফুয়াদ বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নিশ্চিত করতে কোচিং সেন্টার বন্ধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশপাশে পরীক্ষা চলাকালীন ফটোকপি মেশিন বন্ধ রাখা হয়েছিল।