আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা শহরের নতুন পাড়ায় ১৩ বছর বয়সি এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ওই শিশুকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
গত ৮ মার্চ দুপুরের দিকে ঘটনা ঘটলেও আজ বৃহস্পতিবার ঘটনাটি প্রকাশ পায়। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষক একই এলাকার মোশারফ হোসেন ঘটনার পরপরই আত্মগোপন করেছেন।
জানা গেছে, নতুনপাড়া এলাকার ওই শিশু বাড়িতে বসে ব্যাগ তৈরির কাজ করছিল। এসময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে প্রতিবেশী নুরন্নেশার ছেলে মোশাররফ হোসেন তার বাড়িতে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। ওই সময় এই বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুকে ভয়ভীতি প্রদর্শন করেন। ঘটনায় বুধবার শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এ সময় তার মা তাকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনাটি প্রকাশ পায়।
পরে আজ বৃহস্পতিবার ভোরের দিকে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই মোশারফ হোসেন আত্মগোপনে চলে যায়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহউদ্দীন জানান,এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।