জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরে শ্রমিকদল নেতা শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। মামলার বাদী নিহতের বড়ভাই হাসান মুন্সিকেও হত্যার হুমকি দিচ্ছে আসামিরা এমন অভিযোগও করা হয় সংবাদ সম্মেলনে। শনিবার বেলা ১২টার দিকে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে নিহত শাকিলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস কান্না জড়িত কন্ঠে অভিযোগ করেন, লিটন হাওলাদারকে মাদারীপুর পৌরসভা শ্রমিক দলের সভাপতি হিসেবে সম্প্রতি কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদ করে সদর উপজেলার শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সি। এতেই ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করা হয় সদর উপজেলা শ্রমিক দল নেতা শাকিলকে। এই ঘটনায় শাকিলের বড়ভাই হাসান মুন্সি বাদী হয়ে ঘটনার পরদিন সদর মডেল থানায় ৬৯ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ পর্যন্ত মাত্র ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দ্রুত বাকী আসামিদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে নিহত শালিক মুন্সির স্ত্রী জান্নাতুল ফেরদৌস ছাড়াও পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন শাকিলের মা আমিরুন বেগম, মামলার বাদী বড় ভাই হাসান মুন্সি। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কেএম তোফাজ্জেল হোসেন সান্টু, জেলা যুবদলের সাবেক নেতা কামাল সরদারসহ অন্যান্যরা।
উল্লেখ্য, মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি ও নতুন মাদারীপুর গ্রামের মোফাজ্জেল মুন্সির ছেলে শাকিল মুন্সির সাথে এলাকার আধিপত্য নিয়ে শহরের বিসিক শিল্পনগরী এলাকার মফেজ হাওলাদারের ছেলে লিটন হাওলাদারের বিরোধ চলছিল। এরই জেরে গত ২৩ মার্চ রাতে ‘নতুন মাদারীপুর’ এলাকায় একা পেয়ে শাকিলের উপর হামলায় চালায় লিটন ও তার লোকজন। এ সময় কুপিয়ে হত্যা করা হয় শ্রমিকদল নেতা শাকিলকে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। পরে পালিয়ে যায় হামলাকারীরা।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শাকিল মুন্সি হত্যাকান্ডে জড়িত এখন পর্যন্ত ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।’