মো: তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ২৫ পিস ট্যাপেন্টাডল সহ উৎপল চন্দ্র রায় নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত উৎপল চন্দ্র রায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর বানিয়াপাড়ার ধীরেন চন্দ্র রায়ের ছেলে। থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টা ২০ মিনিটে নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের একটি আম বাগানে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করার সময় এস আই আনছারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ২৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধারসহ জব্দ করা হয়। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।আসামীকে শনিবার বিকেলে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।