ঢাকাSaturday , 12 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে ১৫০ ফেন্সিডিলসহ এক নারী আটক।

Mahamudul Hasan Babu
April 12, 2025 2:18 pm
Link Copied!

এম, এ কুদ্দুস,  বিরল (দিনাজপুর)  প্রতিনিধি। দিনাজপুরের বিরলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক নারীকে  আটক করেছে  দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ওই নারী উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা কালিতলা গ্রামের কূখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল মালেকের স্ত্রী ইয়াসমিন ( ২৮)।
জানা গেছে, শনিবার বিকেলে ডিএনসি’র উপ-পরিদর্শক মতিয়ার রহমান এর নেতৃত্বে একটি অভিযানিক দল, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বসতবাড়ি থেকে ১৫০ বোতল ফেন্সিডিল সহ ওই নারীকে আটক করে ।
এ সময় মাদক ব্যবসায়ী আব্দুল মালেক পলাতক ছিল।
আটকৃত ১৫০ বোতল ফেন্সিডিলের আনুমানিক মূল্য  ৩ লক্ষ টাকা দেখানো হয়েছে।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণীর ১৪(গ) ধারায় দিনাজপুর বিরল থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।
প্রেরক