ঢাকাSaturday , 12 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ

Mahamudul Hasan Babu
April 12, 2025 6:19 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছে মেহেরপুরের ব্যবসায়ী মহল। শনিবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মেলার মাঠে প্রথমে ব্যবসায়ীরা প্রতিবাদ জানান। পরে সেখান থেকে ফিরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করে।। এ সময় বড় বাজার ৪ রাস্তার মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়।

সেনাবাহিনী এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রু ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন রওশন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। প্রাথমিক পর্যায়ে বাণিজ্য মেলাটি মেহেরপুর স্টেডিয়াম মাঠে করার কথা ছিল। সেখানে খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে খেলোয়াড়দের মানববন্ধনের পর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মেলা করা সিদ্ধান্ত হয়।

শনিবার সকাল থেকে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মেলা করার জন্য মাঠ প্রস্তুত করা শুরু করে। পরে মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা মেলা বন্ধ করার জন্য সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।