জাহিদ হাসান মাদারীপুর প্রতিনিধি:সরকারি বন্ধ না থাকলেও অফিসার আসেনি তাই কোন কাজ হচ্ছেনা মাদারীপুর জেলা রেজিষ্ট্রার অফিসে। অফিসের গুটি কয়েক কর্মচারি অফিস খুলে বসে আছে। একই অবস্থা সদর উপজেলা সাব- রেজিষ্ট্রার অফিসের। সেবা গ্রহণকারী মানুষে মুখরিত অফিসটি জনশূন্য।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা রেজিষ্ট্রার অফিসে যা দেখা গেছে, মাদারীপুরের কোটের মোর এলাকায় ৩ তলা ভবনে জেলা রেজিষ্ট্রার অফিস। এই ভবনের ৩ তলায় আছে রেকর্ড রুম। এখন থেকেই দেয়া হয় দলিলের নকল। ২য় তলায় বসে জেলা রেজিষ্ট্রার। তার রুমের সামনে গিয়ে দেখা যায় তালা মারা আছে তার রুমে। অন্যান্য রুমে কয়েকজন অলস বসে সময় কাটাচ্ছেন। নিচ তলায় উপজেলার সাব-রেজিষ্ট্রারের খাস কামরা ও এজলাস। সাব-রেজিষ্ট্রারের খাস কামরার দরজা ভেজানো থাকলেও ভিতরে কাউকে দেখা যায় নি। এজলাস রুমের দরজা খোলা থাকলেও সাব-রেজিষ্ট্রারের চেয়ারটি শূন্য। হতে গোনা কয়েকজন কর্মচারি অলস বসে গল্প করে সময় কাটাচ্ছে। মাঝে মাঝে দুই একজন অফিসে সেবা নিতে আসলেও অফিসার নেই এই বলে তাদের বিদায় করছে অফিসের কর্মচারিরা।
অফিসের সেবা নিতে আসা লঞ্চঘাট এলাকার আরিফ হোসেনসহ কয়েকজন জানান, রেজিষ্ট্রি অফিসে কাজে এসেছিলাম। কিন্তু স্যারেরা কেউ নেই তাই আজ কোন কাজ হবে না বললো অফিসের এক ভাই। আগামি কালও বন্ধ তাই পরশু আসতে বলেছে।
দলিল লেখক সাকিব বলেন, রবিবার অফিসিয়াল কাজ করে দলিল করে না। স্যারেরা কোথায় আছে তা জানি না। আজ অফিসে জেলা স্যার ও সাব-রেজিষ্ট্রার স্যারকে দেখিনি।
দলিল লেখক সমিতির সভাপতি দিদার হোসেন প্রথমে বলেন কাজ চলছে। অফিসার নেই কিভাবে কাজ হবে এমন প্রশ্নে আবার দিদার জানায়, স্যারেরা হয়তো বাসায় আছে। কাছ থাকলে ডাকলে পাওয়া যাবে।
সদর উপজেলা সাব-রেজিষ্ট্রার আমির হোসেন প্রথমে ছুটি নিয়েছে বলে জানায়। আপনি ছুটিতে কিন্তু জেলা রেজিষ্ট্রার তা জানেনা তাহলে আপনি কার কাছ থেকে ছুটি নিয়েছেন জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে বলেন, আপনাকে কি আমার বলতে হবে কার কাছ থেকে ছুটি নিয়েছি। আমিতো অসুস্থ্য হতে পারি। অফিসিয়াল বিষয় আমি কি আপনার সাথে ডিসকাস করতে পারি। আপনার কোন কাজ থাকলে বলেন, করে দেয়ার ব্যবস্থা করছি। সরকারি ছুটি ছাড়া প্রতিদিন এই অফিসে দলিল রেজিষ্ট্রি হয় বলেও তিনি দাবি করেন।
জেলা রেজিষ্ট্রার আমির হামজা প্রথমে বাহিরে আছেন বলেও পরে বলেন আমি ছুটির কথা বলে এসেছি। সাব-রেজিষ্ট্রার অফিসে আছে কিনা আমি জানিনা। খোজঁ নিয়ে জানাচ্ছি।