এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে গাছচাপা পড়ে আব্দুস সালাম (৪৫) নামে একজন কাঠ শ্রমিকের মূত্যু হয়েছে। উপজেলা টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত আব্দুস সালাম (৩৫) বাগেরহাট সদর উপজেলার চুলকাঠীর সোতপুর গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ৪জন শ্রমিক মিলে পিলজংগ বলাই দোকান নামক স্থান থেকে ১টি গাছের বড় লক ভ্যানে করে টাউন নওয়াপাড়া মোড়ে নিয়ে আসেন। এসময় তারা ভ্যান থেকে গাছের লকটি নিচে নামাতে গিয়ে লকের নিচে চাপা পড়ে আব্দুস সালাম নামের কাঠ মিস্ত্রি। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর।