Tue. Dec 3rd, 2024

বোদায় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় শারদীয় দূর্গোৎসব নির্বিঘেœ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
গোবিন্দ জিউ মন্দির কমিটির সভাপতি শ্যামাপদ ঘোষ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, বোদা থানার ওসি মোজাম্মেল হক, বোদা সদর ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ, পাঁচপীর ইউপি চেয়ারম্যান অজয় কুমার রায়, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, আবু বক্কর সিদ্দিক মহব্বত, আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ।
এসময় প্রধান অতিথি আসন্ন পুজায় নির্বিঘেœ পুজা উদযাপনের জন্য সর্বাত্মক সহযোগীতার আশ^াস প্রদান করেন।
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, আমরা সকলেই বাংলাদেশের নাগরিক হিসেবে নিবিঘেœ উৎসব পালন করবো। আসন্ন পুজায় বিএনপির নেতা কর্মীরা সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন। দেশটা আমাদের আমরা সকলেই দেশে মিলেমিশে বসবাস ও পুজা পার্বন পালন করবো।

Related Post

Leave a Reply