আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:গাংনীতে বর্ণিল আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বাংলা শুভ বর্ষবরণ ১৪৩২ পালিত।
পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;শুভ নববর্ষ। বাঙালির উৎসবের দিন। পুরনো বছরের সব অপ্রাপ্তি,ব্যথা-বেদনা,গ্লানি,জরা,জঞ্জাল, মুছে ফেলে নতুন জীবনে সমৃদ্ধি ও সম্ভাবনার শিখা জ্বালিয়ে লাখো প্রাণের স্পন্দনে প্রথম সূর্য কিরণের সঙ্গে সঙ্গে জেগে উঠেছে নতুন বাংলা বছর। বাংলাদেশ শুধু নয় বাঙ্গালীদের বাংলা ভাষাভাষীর জীবনে এলো এক অমলিন আনন্দের দিন।
গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮ টার সময় উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে প্রতিবারের ন্যায় বর্ষবরণ উৎসব পালনে (বর্ণাঢ্য র্যালি) আনন্দ শোভাযাত্রা বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে পান্তা উৎসব ও গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।একই সাথে কুষ্টিয়া লালন একাডেমীর কয়েকজনআমন্ত্রিত শিল্পী গান পরিবেশন করেন।
এসময় বর্ণিল অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অন্যদিকে সারাদেশের ন্যায় গাংনীর সর্বত্রই নানা বয়সী মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে। রং-বেরয়ের পোশাক-পরিচ্ছদ, খাওয়া-দাওয়া, গানবাদ্য সবকিছুতেই প্রাধান্য পাচ্ছে বাঙালিয়ানা।
নতুন বছরকে বরণ করতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে।
সকাল সাড়ে আটটায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা বর্ণাঢ্য সাজে র্যালিতে অংশ নিয়েছে।
সামাজিক আচার অনুষ্ঠানাদি যেন আনন্দ শোভা যাত্রার শোভা অনেকাংশে বৃদ্ধি করেছে। নব বধু পালকি চড়ে যাচ্ছে শ্বশুর বাড়ি, আর বাবা অশ্রু সিক্ত নয়নে বিদায় জানাচ্ছেন। এ দৃশ্য সবার নজর কেড়েছে। ঘটক মশাইয়ের ঘটকালি আর মহিষের গাড়ি ছিল এক অনন্য আকর্ষণ। অপরাজেয় বাংলার প্রতিকৃতি ছিল চোখে পড়ার মতো। আব্বাছ উদ্দীনের পল্লী গান ছিল অন্যতম আকর্ষণ। রাখালের মাথায় মাথাল আর জেলেদের নানা সরঞ্জামাদি নিয়ে মাছ শিকারে যাবার দৃশ্য নজর কেড়েছে সবার। গোয়ালার দুধ বিক্রি সেই সাথে নকল উপজাতিদের অংশ গ্রহণও বহুলাংশে শোভা বৃদ্ধি করেছে শোভা যাত্রার। উৎসবে স্থান পেয়েছিল বেশ কয়েকটি পিঠা পুলির স্টল।
উপজেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন সংগঠন পান্তা ভাতের আয়োজন ক্ের। উপজেলা শিশু পার্কের পার্শ্বে গ্রাম বাংলার মানুষের সকালের পান্তা ভাত এখন শহরের মানুষের কাছে বৈশাখী আয়োজনের অন্যতম খোরাক। আয়োজনে ছিল পান্তা ভাত, আলু ভর্তা, ডাল ভর্তা, ইলিশ মাছের বদলে দেশী মাছ , কাঁচা মরিচ আর পেঁয়াজ। বেশ তৃপ্তি সহকারে খেয়েছেন সবাই। উৎসবের শেষ পর্যায়ে গ্রামীণ ঐতিহ্যবাহী উপজেলার শিশিরপাড়া ও কাজীপুর গ্রামের লাঠিয়াল বাহিনীর লোমহর্ষক লাঠিখেলা প্রদর্শন করা হয়।
উপজেলা আনসার ভিডিপি অফিসার মো. সাইদুর রহমান এর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখা হয়।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
  
                                     
                                 
                                 
                                 
                                