ঢাকাMonday , 14 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে মাদারীপুরের রাজৈরের সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি

Mahamudul Hasan Babu
April 14, 2025 4:50 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের রাজৈরে রবিবার রাতের সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে রাজৈর প্রশাসন। আইন শৃঙ্খলা বাহিনী রাতের সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সকালে পরিস্থিতি অস্থির হয়ে যায়। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি খারাবের দিকে যাচ্ছে দেখে উপজেলা প্রশাসক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য উপজেলার কয়েকটি এলাকায় ১৪৪ জারি করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে শুরু হওয়া সংঘর্ষ ৪ ঘন্টা পর আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু সোমবার সকাল থেকেই দুই পক্ষ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে প্রস্তুতি নিতে থাকে। এমনকি এই উত্তেজনা উপজেলার কয়েকটি এলাকায় ছড়িয়ে পরে। অতিরিক্ত পুলিশ মোতায়ন থাকলেও যেভাবে দুই পক্ষ বিভিন্ন এলাকায় মারমূখি হয়ে আছে তাতে যেকোন সময় বড় ধরণের সংঘর্ষের ঘটনা শুরু হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজৈর উপজেলা প্রশাসন এক অফিস আদেশে রাজৈর বাজার, পশ্চিম রাজৈর, বদরপাশা ও গোপালগঞ্জ গ্রামে ১৪৪ ধারা জারি করেছে। যে সকল এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে সে এলাকায় এক বা একাধিক ব্যক্তির চলফেরা, সভা সমাবেশ, শোভাযাত্রা, মাইকের ব্যবহার, লাঠিসোটা বা যেকোন আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষাণা করার কথা অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। এছাড়া এলাকাগুলতে মাইকিং করে ১৪৪ ধারা জারি করার বিষয়টি জানিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। অতিরিক্ত পুলিশ মোতায়ানের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান বলেন, সকাল থেকে একাধিকবার দুই পক্ষই বিভিন্ন স্থানে আবার সংঘবন্ধ হওয়ার চেষ্টা করেছে। আমরা তাদের সংঘবন্ধ হতে দেইনি। সেসকল স্থানে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, সে স্থানগুলো পুলিশের কড়া নজরদারিতে আছে। পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনা বাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে। স্থানীয়দের সাথে আলোচন করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।