ঢাকাTuesday , 15 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন

Mahamudul Hasan Babu
April 15, 2025 4:42 am
Link Copied!

মো. তোফাজ্জল হোসেন,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে বুকে ধারণ করে দিনাজপুরের বীরগঞ্জে পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানে সুচনা করা হয়। সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এর নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে পান্তা-ইলিশের আয়োজন সহ জাতীয় সঙ্গীত, বৈশাখের বিভিন্ন গান পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।