ঢাকাTuesday , 15 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

Mahamudul Hasan Babu
April 15, 2025 4:44 am
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। সোমবার সকালে শহরের শকুনি লেকের পাড়ে স্বাধীনতা অঙ্গন থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বের হরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা অঙ্গনের সামনে গিয়ে শেষ। জেলা বিএনপি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
স্বাধীনতা অঙ্গনে বৈশাখের প্রথমদিনে জেলা শিল্পকলা একাডেমি  ও জেলা শিশু একাডেমির শিল্পীরা  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়া লেকের পাড়ের বটতলায় আয়োজন করা হয়েছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা। মেলায় দেখা মিলছে নিত্যপ্রয়োজনীয় জিসিনপত্রসহ পছন্দের সবকিছু।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী, শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজী হুমায়ন কবীর, জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, এ্যাড. জামিনুর হোসেন মিঠু, মো. মিজানুর রহমান মুরাদ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসাইন, বীর মুক্তিযোদ্ধা কাজী আলী হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।