ঢাকাSaturday , 19 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির সম্মেলন

Mahamudul Hasan Babu
April 19, 2025 8:44 am
Link Copied!

পঞ্চগড় সংবাদদাতা: দীর্ঘ ১৯ বছর পর পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার দুপুর ১২ টায় বোদা মডেল সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর আগে কলেজ মাঠে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
সম্মেলনের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
প্রধান অতিথির বক্তব্যের পর কাউন্সিলরদের গোপন ভোটে উপজেলা বিএনপির শীর্ষ নেতারা নির্বাচিত হবেন।
সম্মেলনে উপস্থিত আছেন বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এমএ মজিদ, বোদা উপজেলা বিএনপির আহবায়ক আফাজুল ইসলাম, সদস্য সচিব আসাদুল্লাহ আসাদ প্রমুখ।
এদিকে, এ সম্মেলন ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। শহরজুড়ে সাজসজ্জার বাহার, প্রধান সড়কগুলোতে ব্যানার, ফেস্টুনের ছড়াছড়ি বাড়িয়েছে উৎসবের আমেজ।
এর আগে সম্মেলন উপলক্ষ্যে সকাল ১০টা থেকেই ডেলিগেট, কাউন্সিলর ও আমন্ত্রিত অতিথিরা আসতে থাকেন। দুপুর সাড়ে ১১ টার মধ্যে সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা মিছিলসহকারে উপস্থিত হন।
১৯ বছর পর এই সম্মেলনে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক এই দুটি পদে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারিত হবে। সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আসাদুল্লাহ আসাদের জয় নিশ্চিত। অন্যদিকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন দলের আহবায়ক আফাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান। সাংগঠনিক সম্পাদক পদে বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল, ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রাফি, চন্দনবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ করিম, সাকোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন শামীম, উপজেলা কৃষকদলের আহবায়ক দেলোয়ার হোসেন।
বিএনপি নেতাকর্মীদের মতে, সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে ত্যাগী ও যোগ্য নেতারাই জয়ী হবেন বলে প্রত্যাশা।
সম্মেলনের দ্বিতীয় পর্ব বিকেল চারটা থেকে শুরু হবে। এসময় ১০টি ইউনিয়নের ৭১০ জন ভোটার ভোট প্রদান করবেন।