ঢাকাSunday , 20 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে হাতের নাগালে পাওয়া যাচ্ছে আধুনিক জাতের মাঠ ফসলের বিভিন্ন বীজ।

Mahamudul Hasan Babu
April 20, 2025 12:34 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে হাতের নাগালে পাওয়া যাচ্ছে আধুনিক জাতের মাঠ ফসলের বিভিন্ন বীজ।
বীজ গুরোর মধ্যে রয়েছে ধান, গম, সরিষা, লাউ, বেগুন, কলা, পেয়ারা, কয়েকটি মাঠ ফসলের বীজসহ ফল ও সবজি।
আর এই বীজ সংরক্ষণে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত সর্ববৃহৎ প্রকল্প প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টার প্রেনিউরশীপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)। বিরলের বর্তমান কৃষিতে অভানীয় সাফল্য বয়ে নিয়ে এসেছে এই প্রকল্পটি।
এই প্রকল্পটির মাধ্যমে ধান, গম, সরিষা প্রর্দশনীতে ৮-১০ টি পর্যন্ত ১০০ কেজি ধারণ ক্ষমতা সস্পন্ন উন্নত বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয় । ফলে মৌসুম শেষে পিএফএস এর সদস্যদের ঘরে পাওয়া যায় মান সম্পন্ন গম, সরিষাকিং বা ধানের বীজ।
উপজেলার শহরগ্রাম ইউপি’র গমির গ্রামের কবীরের ঘরে রয়েছে বারি সরিষা-১৪ এর প্রায় ২,০০০ কেজি বীজ। কবীা আশা করা করছেন, তিনি এবং তাঁর পিএফএসসহ আগামী রবি মৌসুমে এলাকার কৃষকের চাহিদা পূরণ করতে পারবেন। এছাড়া কোন কোন কৃষকের ঘরে রয়েছে বারি গম-৩২, বারি গম-৩৩ এবং বি ডাবিøউ এম আর আই-৩ এর মত গুরুত্বপূর্ণ জাতের বীজ।
উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম জনান, গত রবি মৌসুমে ঢেলপীরের কৃষক জহুরুল ইসলাম ও পিএফএস এর সদস্যবৃন্দ পাবনা সদর উপজেলায় ১০০ মন ব্রিধান ১০২ এর বীজ বিক্রয় করেছেন। যার কেজি প্রতি মূল্য ছিল ৭০ টাকা।