ঢাকাFriday , 25 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

Mahamudul Hasan Babu
April 25, 2025 4:29 pm
Link Copied!

সফিকুল ইসলাম শিল্পী রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআনবিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম রাণীশংকৈল উপজেলা শাখা।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম রাণীশংকৈল উপজেলা শাখার আমির মাওলানা শামসুদ্দীন, সেক্রেটারি মাওলানা রাজিকুল ইসলাম ও সদস্য মাওলানা অলিউল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআনবিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল করতে হবে। সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা সকল ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরসহ সকল গণহত্যার বিচার দাবি করেন তারা।
তারা আরও বলেন, ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর চালানো গণহত্যা ও নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নিতে হবে।
বিক্ষোভে হেফাজতে ইসলামের উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।