আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামের খুঁটির জোর কোথায়! সরকারি ম্যাপের রাস্তা থাকলেও বাস্তবে উধাও করে ফেলেছে। স্থানীয় ও থানা পুলিশের মিমাংসাকে কোন প্রকার তোক্কা না করে ক্ষমতার জোরে রাস্তার উপর গ্রেড বিম স্থাপনের মাধ্যমে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন বামনআলী সায়েমপাড়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে আবু তালেব (৫৮)। অভিযোগের বিবাদী করা হয়েছে একই গ্রামের মৃত কওছার মোড়লের ছেলে সাবেক মেম্বার রফিকুল ইসলাম (৬৫)।
তথ্য অনুসন্ধানে ও এসিল্যান্ডের অভিযোগ সূত্রে জানা যায়, বাদি যখন জমি ক্রয় করে তখন সরকারি রাস্তার সাথেই তার জমি ছিল। বিবাদী ম্যাপের রাস্তা দখল করে ঘর তৈরী করেছে এবং যখন ঘর তৈরী করা শুরু করে তখন পত্রিকায় রিপোর্ট হয়েছিল তারপরও সে অবৈধভারে ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি জমির উপর ঘর তৈরী করেছে। বিবাদী গত অনুমানিক ৮/৯ বছর ধরিয়া আমার বসত বাড়ী হইতে বাহির হওয়ার সরকারী রাস্তার জমি জোর পূর্বক দখল করিয়া বসত ঘর নির্মাণ করিয়া বসবাস করে। বাদি বিবাদীকে তার বসত বাড়ী হইতে বাহির হওয়ার সরকারী রাস্তা ছেড়ে দিতে বলিলে বিবাদী বাদিকে হুমকি প্রদান করে। বিগত ১৭/০৫/২০২৪ইং তারিখ সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার সময় বাদির বসত বাড়ীর সামনে এসে বাদির বাড়ীর গেট বন্ধ করে দেয়। তখন বাদি নিষেধ করিলে বিবাদী বাদিকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারপিট করিতে উদ্যত হয় এবং বলে যে, তোরা এই জমিতে আসলে তোদের খুন করে ও হাত পা ভেঙ্গে ফেলব বলে খুন জখম সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে। তাৎক্ষনিক বাদি ঘটনার বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের উপর থানা কর্তৃপক্ষ সরকারি রাস্তার উপর আর কোন কাজ করবে না মর্মে একটা মিমাংসা করে দেন। তারপর কিছুদিন বিবাদী শান্ত থাকে। বাদি প্রতিনিয়ত বাদির ব্যবসা পরিচালনা করার জন্য ঝিকরগাছা বাজারে অবস্থানকালীন সময়ে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে বিবাদী বাদির জমির একমাথা থেকে ৫ফুট জমি জোর পূর্বক দখল করে বিবাদীর ঘরের বেড়া নির্মাণ করেন। বাদির বাড়ির এরিয়ার প্যাঁচীল ব্যবহার করে বিবাদী ঘর নির্মাণ করছে। যার কারণে বাদি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছি। বিবাদীর ঘর নির্মাণ করার সময় বাদির পরিবার অনেক বার নিষেধ করা হলেও কোন কথায় তিনি কর্ণপাত করেনি। বরং বিভিন্ন সময় বাদির পরিবার উপর চড়াও হয়ে ক্ষমতার জোর দেখিয়ে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে উদ্যৎ হয়। বর্তমানে বিবাদী এলাকার মধ্যে এমন কার্যক্রম পরিচালনা করেছে যে, বাদি তার বাড়ি থেকে বাহির হয়ে সরকারি রাস্তায় উঠবো সেটাও বন্ধ করে দেওয়ার পায়তারা করছে।
আবু তালেব আরও জানান, আর.এস রেকর্ড অনুযায়ী সাবেক ইউপি সদস্যের বসতবাড়ির পশ্চিম ও দক্ষিণ পাশে একটি রাস্তা রয়েছে। তিনি তার নিজের উপকারের জন্য রাতের অন্ধকারে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রাস্তাটি বসতবাড়ির ডান সাইট থেকে সরিয়ে বসতবাড়ির পিছন থেকে দিয়ে দিয়েছেন। সাবেক ইউপি সদস্যে বসতবাড়ির ডান সাইটে সরকারি ম্যাপের রাস্তার পাশে আবু তালেবের গেট বিশিষ্ট বসতবাড়ি রয়েছে। সাবেক ইউপি সদস্যে তার বসতবাড়ির ডান পাশের রাস্তাটি সরিয়ে পিছনে দেওয়ার করণে আমার বসতবাড়ির গেট ক্রমাগতই ভেঙ্গে দিতে চাই এই সাবেক ইউপি সদস্য।
সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ওদের যদি সমস্যা হয় তাহলে ওরা ভূমি অফিসে গিয়ে মামলা দিক। রাস্তা বাড়ির পাশ থেকে ঘুরিয়ে পিছন থেকে দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমি সামনে দিয়ে দিছি না পিছন থেকে দিছি ওইটা বিষয় না। পুলিশ ও ভূমি অফিসের নায়েব এসে বন্ধ করে দিয়েছে। থানার বসাবসির বিষয়ে তিনি বলেন ওমনি দিয়ে রাস্তা যাবেনা বলেই রাস্তা বন্ধ করে দিয়েছে। অভিযোগের বিষয়ে তিনি বলেন, যেহেতু ভুমি অফিসে অভিযোগ দিয়েছে তাহলে তারা এসে নিয়ন্ত্রণ করুক।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার বলেন, আবু তালেব নামের এক ব্যক্তির অভিযোগ পেয়েছি। অভিযোগের উপর তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।