রবিউল ইসলাম লালমনিরহাট লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে পুকুরে ডুবে যাওয়ার ৫ ঘণ্টা পর মিরাজ নামে (১১ বছর) এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
(২৫ এপ্রিল) শুক্রবার লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কিসামত নগরবন্দ এলাকার মুন্সির দিঘী পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।
শিশু মিরাজ পঞ্চগ্রাম ইউপির ৩ নম্বর ওয়ার্ডের কিসামত নগরবন্দ এলাকার গোলাম মোস্তফার একমাত্র পুত্র সন্তান।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে শিশু মিরাজ তার দাদা আফজাল হোসেনের সঙ্গে গরুর ঘাস ধোয়ার জন্য ওই পুকুরে যায়। দাদা ঘাস ধুয়ে বাড়িতে নিয়ে গেলেও পুকুরের কিনারায় পানি নিয়ে খেলতে থাকে মিরাজ। এক পর্যায়ে নাতি পুকুরে ডুবে যায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালায়। পুকুরের গভীরতা ৩০-৩৫ হওয়ায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরি দলের সদস্যরা দীর্ঘ সাড় ৫ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশু মিরাজের লাশ উদ্ধার করে।
ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা দীর্ঘ ৪-৫ ঘণ্টার চেষ্টায় শিশুর লাশ উদ্ধার করে।
রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য আসাদ জানান, পুকুরে পানির গভীরতা ৩০-৩৫ ফুট হওয়ায় উদ্ধার অভিযানে একটু বেগ পেতে হয়। প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর ডুবে যাওয়া শিশুর লাশ উদ্ধার করা হয়।
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী জানান, দীর্ঘ ৬-৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। বিনা ময়নাতদন্তে উদ্ধার করা শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।