বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: বোদায় আন্তঃ জেলা চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে বোদা থানা পুলিশ। বোদা বাজারের সততা মার্কেটের অর্থী টেলিকম থেকে বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন চুরি করার সময় দোকানের ভিতর থেকে ১ জন চোরকে হাতেনাতে স্থানীয় মানুষ আটক করে বোদা থানার খবর দিলে পুলিশের একটি দল এসে তাকে আটক করে। তার তথ্যের ভিত্তিতে বোদা পৌর এলাকা থেকে আরো ৩ চোরকে হাতেনাতে আটক করে।গতকাল শুক্রবার সকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কুমিল্লা জেলাধীন অনন্তপুর সোনাকান্দা গ্রামের আব্দুল আউয়াল এর পুত্র বাছির হোসেন ওরফে বছির, মুরানগর উপজেলার গুগুন্ডা নোয়াকান্দি এলাকার গোলাম মোস্তফা প্র: আবুল হাশেম এর পুত্র তৌহিদ প্র: তৌফিক, খুলশী উপজেলার মতিঝর্ণা এলাকার হুমায়ুন কবিরের পুত্র ছিদ্দিক, শেরপুর উজেলার বাকরাগসা (বাঘরাসা) এলাকার মৃত জামাল ওরফে জালাল ফরসা এর পুত্র রমজান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ২/৩ জন পালিয়ে যায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বোদা বাজারের অর্থী টেলিকম মোবাইল দোকানে চুরি করার সময় সিটি টিভি ফুজেটে দোকানের মালিক শাহাদাত হোসেন নয়ন চুরি করার বিষয়টি দেখার পর স্থানীয় মানুষ সহ দোকানে উপস্থিত হয়ে চোরকে একটি ব্যাগ সহ হাতেনাথে আটক করে। পরে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রদত্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরো ৩ জন চোরকে আটক করে।
এ বিষয়ে বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, বোদা বাজারের অর্থী টেলিকমে চুরি সময় স্থানীয় লোকজন চোরকে আটকের খবর পেয়ে বোদা থানা পুলিশের একটি দল ১ জনকে আটক করে, তার তথ্যের ভিত্তিতে অভিযান শেষে আরো ৩ জন চোর সহ মোট ৪ জন সংঘবদ্ধ চোরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত অপপো, রিয়েলমি, ইনফিনিক্ত ও আইটেল ব্রান্ডের ২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বোদা থানার একটি চুরির মামলা দায়ের করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। বোদা উপজেলার আইনশৃঙ্খল ও চুরি রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।