এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বদরুদ্দোজা।
“দ্বন্ধে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’’ এই শ্লোগানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইভানা দিলা রিতু, খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা ধ্রæব মন্ডল সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
  
                                     
                                 
                                 
                                 
                                