ঢাকাSaturday , 3 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে সেপটিক ট্যাংকের সার্টার খুলতে নেমে শ্রমিকের মৃত্যু

Mahamudul Hasan Babu
May 3, 2025 3:19 pm
Link Copied!

মোঃ রেজাউল করিম, লালমনিরহাট। লালমনিরহাটে সেপটিক ট্যাংকের সার্টার খুলতে নেমে মারুফ হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন রহিম মিয়া (৩০) নামে এক শ্রমিক।
শনিবার (৩ মে) সকাল ১১টার দিকে জেলা সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মারুফ একই উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে। আহত রহিম একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, সকালে নিজপাড়া এলাকায় জহুরুল হকের বাড়িতে দুই শ্রমিক সেপটিক ট্যাংকের সার্টার খুলতে নামেন। এ সময় বিষাক্ত গ্যাসের প্রভাব বুঝতে পেরে রহিম দ্রুত ওপরে উঠে এলেও মারুফ আটকে পড়েন। পরে স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকের ভেতর থেকে মারুফের মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারুফের মৃত্যু হয়েছে। তবে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।