পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা উপজেলায় ২৫০ গ্রাম গাঁজার ১৬ টি পুরিয়া সহ সুজন (২৭) নামে এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে তাকে আটক করা হয়।
তার বাড়ি বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহুলিয়া পাড়া গ্রামে। সে একই এলাকার বেলাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মাদককারবারী সুজন বিক্রির জন্য ২৫০ গ্রাম গাঁজা ১৬টি পুরিয়া সহ বহন করছিল। পরে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিম উদ্দিন জানান, সুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল রবিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।