এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বিরলে সাপের কামড়ে এক মহিলার মৃত্যু হয়েছে।
ওই মহিলা উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের রামপুর কামারপাড়া গ্রামের মৃত. মোতালেব হোসেনের স্ত্রী আলেয়া বেগম (৫৫)।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (০৩ মে) দুপুর আনুমানিক পৌনে দুইটার দিকে বাড়ির উঠানে খড়িঘরে খড়ি নিতে গেলে আলেয়া বেগমকে বিষাক্ত সাপ ছোবল দেয়।
এসময় পরিবারের লোকজন তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিহতের পুত্র নওশাদ ইকবাল নিশ্চিত করেছেন।