ঢাকাWednesday , 7 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান

Mahamudul Hasan Babu
May 7, 2025 11:06 am
Link Copied!

জাহিদ হাসান,‌ মাদারীপুর প্রতিনিধি:সারা বাংলাদেশে একযোগে বিআরটিএ অফিসগুলোতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযান চালায় দুদক। সেই নির্দেশে মাদারীপুর বিআরটিএ অফিসে মাদারীপুর জেলা দুদকের একটি দল অভিযান চালায়।
বেলা ১১টায় চালানো অভিযানে বিআরটিএ অফিস, প্রাক্টিক্যাল পরীক্ষা মাঠ ও আসেপাশের কম্পিউটার দোকানগুলোতে অভিযান চালায় দুদক। সেসময় দুদক কর্মকর্তারা বিআরটিএ অফিসে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন। এছাড়া অফিসে সেবা নিতে আসা লোকজনের সাথেও কথা বলেন। এছাড়া প্রাক্টিক্যাল পরীক্ষা মাঠে গিয়ে পরীক্ষা দিতে আসা লোকজনের সাথে কথা বলেন। সর্বশেষে বিআরটিএ অফিসের পিছনে কম্পিউটার দোকানগুলোতে অভিযান চালায়। তবে এ অভিযানে কাউকে আটক করেনি দুদক।
দুদক কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, প্রধান কার্যালয়ের নির্দেশে সারা বাংলাদেশে একযোগে বিআরটিএ অফিসে দুদক অভিযান চালিয়েছে। ঘুষ লেনদেনসহ বেশকিছু অভিযোগ আছে বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে। বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি এবং কিছু কিছু ডকুমেন্ট সংগ্রহ করেছি। ডকুমেন্টসহ সবকিছু পর্যালোচনা করে সত্যতা পাওয়া মাত্রই আমরা কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করব।